Terms & Conditions

  1. GamcaSlip.Com মধ্যপ্রাচ্যে গমনকারী যাত্রীদের মেডিকেল এপয়েন্টমেন্ট স্লিপ প্রদানে সহায়তা করে থাকে। গামকা স্লিপ ব্যতীত  মেডিকেল সংক্রান্ত অন্যান্য বিষয় GamcaSlip.Com তদারকি করে না।
  2. পেমেন্ট হওয়ার ১০ থেকে ৩০ মিনিটের মধ্যে আপনার প্রদত্ত E-mail বা WhatsApp-এ Gamca Medical Slip এর পিডিএফ কপি প্রেরণ করা হবে। ক্ষেত্র বিশেষে যেমন জিসিসি এর মূল সার্ভার এর কোন সমস্যা অথবা অন্যান্য যে কোন VALID সমস্যার কারণে স্লিপ প্রদানের সময় বিলম্বিত হতে পারে। 
  3. Gamca Slip Registration এর মূল সার্ভার ডাউন বা টেকনিক্যাল সমস্যা সৃষ্টি হলে অনেক সময় ২৪ ঘন্টা পর্যন্ত স্লিপ প্রদানে বিলম্ব হতে পারে। তবে সমস্যার সমাধান হয়ে গেলে gamcaslip.com কর্তৃপক্ষ দ্রুত স্লিপ এর PDF প্রদান করার জন্য সর্বাত্মক সচেষ্ট থাকবে।
  4. ব্যবহারকারী কর্তৃক কোনো ভুল তথ্য সাবমিট হলে GamcaSlip.Com কর্তৃপক্ষ দায়ী নয়

প্রাতিষ্ঠানিক নিরাপত্তা নীতি

GAMCASLIP.COM গামকা  মেডিকেল স্লিপ রেজিষ্ট্রেশনের জন্য যাত্রীর পাসর্পোটের ছবি, মোবাইল নাম্বার, যাত্রী কোন দেশে যাবে, কোন শহরে মেডিকেল করবে এসব তথ্য গ্রহণ করে থাকে। GAMCASLIP.COM  সকল যাত্রীর এ সংক্রান্ত যাবতীয় তথ্যের পূর্ণাঙ্গ নিরাপত্তা নিশ্চিত করে থাকে। গামকা মেডিকেল স্লিপ সার্ভিস যাত্রীদের মেডিকেল সেবা, তথ্যের গোপনীয়তা ও পারস্পরিক স্বচ্ছতা রক্ষার্থে বদ্ধপরিকর।

প্রয়োজনীয় শর্তাবলী

 *পাসর্পোটের মেয়াদ অবশ্যই ৬ মাস ২১ দিনের বেশি থাকতে হবে।

*দেশভেদে বয়সের সীমাঃ #সৌদিআরবগামী যাত্রীর ক্ষেত্রে নূন্যতম ২১ বছর। #ওমান, কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, ইয়েমেনগামী যাত্রীর ক্ষেত্রে নূন্যতম ১৮ বছর।

#ফ্যামিলি ভিসার ক্ষেত্রে বয়সের কোন ধরনের নিষেধাজ্ঞা নেই। বিঃদ্রঃ ৫ বছরের কম বাচ্চার ক্ষেত্রে মেডিকেল করার প্রয়োজন নেই,সেক্ষেত্রে ফিট কার্ডের বিকল্প হিসেবে টিকা কার্ড প্রদর্শন করতে হবে।

 Refund policy

আবেদনকারী যাত্রীর পাসর্পোটের মেয়াদ যদি ৬ মাস ২১ দিনের কম থাকে,যাত্রীর বয়স যদি দেশ ভেদে ১৮/২১ বছরের কম থাকে, যাত্রী যদি পূর্বে মেডিকেল স্লিপ তুলে থাকে বা মেডিকেল করে থাকে অথবা যেকোন কারণে জিসিসি যদি মেডিকেল স্লিপ প্রদান না করে,  এমতাবস্থায় GAMCASLIP.COM ৪-৫ কার্যদিবসের মধ্যে যাত্রীর প্রেরিত অর্থ  যে মাধ্যম দিয়ে পেমেন্ট করা হয়েছিল সেই মাধ্যমে প্রেরণ করবে। (e.g. Credit/debit card, Bank or Mobile banking)। সেক্ষেত্রে প্রদেয় টাকা হতে ৫০ টাকা কর্তন করা হবে।

gamca medical for gcc

GAMCA Medical for GCC countries

Change